Print Date & Time : 1 July 2025 Tuesday 5:07 pm

কুষ্টিয়ায় ইউপি সদস্য গুলিবিদ্ধ, সাবেক চেয়ারম্যান আটক

কুষ্টিয় প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর হায়দার আলী (৫০) তার নিজ গ্রাম দেবিনগরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন। গভীর রাতে পুলিশ পাহাড়ায় তাকে (হায়দার) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গুলিবিদ্ধ হায়দার আলী সাবেক আনসার বাহিনীর সদস্য ছিলেন। এ সময় হামলাকারীরা আহত মেম্বারের সমর্থক রশিদ ও রেজাউলের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটায়।
ইউপি সদস্যের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। রাতেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।
গুলিবিদ্ধ ইউপি সদস্যের ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে খোকসা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন।

আহত ইউপি সদস্য হায়দার আলী জানান, আওয়ামী লীগের একাংশ আয়োজিত বিরোধী সমাবেশে অংশ না নেওয়ার বিষয়ে প্রতিপক্ষের নির্দেশ উপেক্ষা করে লোকজন নিয়ে জনসভায় তিনি যোগ দেন। রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা ৮-৯ রাউন্ড গুলি চালায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুজ্জামান জানান, হায়দারের পায়ে বন্দুকের গুলির অসংখ্য স্প্রিন্টার ঢুকে আছে। যা অপারেশন ছাড়া বের করা অসম্ভব। তাই তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের এ এস আই আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। রাস্তা ঘাট ফাঁকা, কোথাও কোন লোক নেই।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ইউপি সদস্য হায়দার আলীর ছেলে বাদী হয়ে মামলা করেছন। সেই মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে আটক করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//