Print Date & Time : 5 July 2025 Saturday 12:42 am

কুষ্টিয়ায় ইটবাহী অবৈধ যানের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে জীবন গেলো নারীর!

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবাহী সেলোইঞ্জিন চালিত অবৈধ লাটাহাম্বা গাড়ির সাথে পাখিভ্যানের সংঘর্ষে নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে শিলাইদহ ইউনিয়নের বেলগাছি বাজার এলাকায় এই এদুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অবৈধ যান জব্দ ও চালক আটক হয়েছে।

নিহত নারী ওই এলাকার মো. জুব্বার শেখের স্ত্রী নাজমা বেগম (৪৫)।

নিহতের স্বামী জুব্বার শেখ জানান, তার স্ত্রী নাজমা বেগম নাতিকে চিকিৎসক এর কাছে ব্যাটারীচালিত পাখি ভ্যানে নিয়ে যাবার পথে বেলগাছি বাজারে পৌঁছালে ইটবাহী লাটাহাম্বা গাড়ির সাথে পাখিভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মারাত্নক আহত অবস্থায় তার স্ত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এই ঘটনায় মামলা করবেন বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান , ইটবাহী গাড়ির সাথে পাখিভ্যানের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১৪ জানুয়ারি ২০২৩