কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে আজ মঙ্গলবার ১৫ই নভেম্বর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেষ্ট, মেডেল, সনদপত্র ও বই উপহার প্রদান করা হয়।
সংস্থার সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বি এম এ এর সাধারণ সম্পাদক ডা: মো: আমিনুল হক রতন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ মো: জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর পরিচালক মোঃ হারুন অর রশীদ , কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, জীব- প্রানী বিশেষজ্ঞ শাহাব উদ্দিন মিলন, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী এ্যাড. আব্দুল হাকিম মিঞা, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম নুরুন্নবী, মিনিবাস মালিক সমিতির সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (আমিন) পাখি বিশেষজ্ঞ এস আই সোহেল, আয়কর আইনজীবী সমিতির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া খান, কুষ্টিয়া লেডিস ক্লাবের সহ-সম্পাদক কুমকুম রহমান।
আলোচনা করেন সাবেক ব্যাংকার মহব্বত হোসেন, উপদেষ্টা হাজী মালেক রানা, মানবাধিকার কর্মী জিনিয়া খাতুন।
সার্বিক পরিচালনায় ছিলেন সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পরিচালনায় সহযোগিতা করেন সেক্রেটারী শাহেদুল হক শিমুল, প্রোগ্রাম ডিরেক্টর আমিন হাসনাত, আসাদুজ্জামান, সজিব আহম্মেদ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post