বেসরকারী সংস্থা ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী গ্রহন করে।
১২ জুলাই ২০২৩ রোজ বুধবার, বেলা ১১টায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া জিকে হাইস্কুলের সবুজ চত্বরে গাছের চারা রোপন করা হয় এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চেম্বার ও কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজি মোঃ আশরাফউদ্দিন নজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ও প্রকৃতি প্রেমী এস.আই. সোহেল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডা. এম.এ মান্নান, সেক্রেটারী পারভেজ মাজমাদার, কুষ্টিয়া জেলা স্টেশনারি সমিতির সভাপতি হাজি মালেক রানা, নদী পরিবেশ রক্ষার নেতা আলাউদ্দিন আহমেদ, হাজি মহব্বত হোসেন, ইমাম গাজ্জালির নির্বাহী সদস্য কৃষিবিদ মোঃ নাজমুল করিম, হাজি মোরশেদ জুয়েল, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আজাদ, কুষ্টিয়া জিকে হাই স্কুলের প্রধান শিক্ষিক মোঃ মামুন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া। সহযোগিতা করেন তায়েফ হাসান খান, সাব্বির কুশোল, আমিন হাসনাত, সজিব।
ফলজ, বনজ ও ঔষধী গাছের শতাধিক চারা বিতরণ করা হয়। বক্তাগণ বলেন যে, গাছের চারা লাগানো আমাদের বিশ্বনবীর অন্যতম একটি সুন্নত। নবীর এই সুন্নতকে পালন করার জন্য এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার জন্য আমরা দীর্ঘদিন ধরে বৃক্ষরোপন পালন করে আসছি। গাছ আমাদের পরম বন্ধু তাই একে যতœ নিতে হবে। প্রত্যেকেই আমাদের নিজেদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ জুলাই ২০২৩