নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গতকাল ১লা নভেম্বর ২০২১ রোজ সোমবার সকাল ১০টায় শিশু কিশোরদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক জনাব মোঃ আজমল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ ফারুক হোসেন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ আব্দুস সোবহান, আবু আইউব আনসারী, মোঃ আব্দুর রাজ্জাক। প্রতিযোগিতার বিষয় ছিল কেরাত, গজল, কবিতা আবৃতি, আজান ও রচনা প্রতিযোগিতা। ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীগণ এতে অংশগ্রহন করেন।

Print Date & Time : 9 September 2025 Tuesday 9:47 am