Print Date & Time : 29 July 2025 Tuesday 8:25 am

কুষ্টিয়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।

০২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পৌরসভাধীন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কুষ্টিয়া টু মেহেরপুর সড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পৌরসভাধীন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কুষ্টিয়া টু মেহেরপুর সড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৩০০ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা সহ ০২ জন আসামি ১) মোঃ সেলিম চৌধুরী আকাশ (২২), পিতা-জিন্নাত চৌধুরী, সাং-চৌধুরী পাড়া এবং ২) মোঃ সজীব আলী (২৫), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-আটিগ্রাম, উভয় থানা-মিরপুর জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ সেপ্টেম্বর ২০২৩