Print Date & Time : 8 July 2025 Tuesday 6:53 am

কুষ্টিয়ায় উইমেন জার্নালিষ্টের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ২১ আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের স্মরনে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি) এর প্রয়াত সাংবাদিক পিনু-খোকন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। কুষ্টিয়া জেলা উইমেন জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সভাপতি ও মানবাধিকার কর্মী আফরোজা আক্তার ডিউ এর সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক এ্যাডঃ সামস তানিম মুক্তি। এসময় আরো বক্তব্য রাখেন উইমেন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামরুন্নার, সাধারন সম্পাদক কামরুন্নাহার সীমা, সাংগাঠনিক সম্পাদক হেলেনা পারভিন প্রমুখ। ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে তা কার্যকর করার দাবি জানিয়ে আলোচনা সভায় বক্তরা বলেন, এই দিনটি আমাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়।

পরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানসহ নিহত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।