Print Date & Time : 21 August 2025 Thursday 8:31 pm

কুষ্টিয়ায় উলামা পরিষদের প্রতিবাদ সভা

কুষ্টিয়া প্রতিনিধি: জোরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও আরবি পড়া করার কারণে মাদরাসাতুল আবরার মাদ্রাসার শিক্ষক-ছাত্রদেরকে মারধরের প্রতিবাদে ২৪ মে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা উলামা পরিষদ প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মাও আব্দুল হামিদ, উপদেষ্টা মাওঃ ফিরোজুল আলম, মাওঃ হাফেজ আবু দাউদ। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার পরিচালক হাফেজ সামসুল হক জানান, দুপুরে যখন ছাত্ররা লেখাপড়ায় ব্যস্ত ছিল তখন একজন লোক এসে শিক্ষক ও ছাত্রদের উপর চড়াও হয়। উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন এটা খুবই দুঃখজনক ঘটনা। সে নিজেই আইন হাতে তুলে নিয়েছে। যদি তার কিছু বলার থাকে তাহলে কমিটিকে জানাতে পারত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবলিম্বে এই ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

দৈনিক দেশতথ্য//এল//