সেলিম আহামেদ তাক্কু : কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ৷ তথ্যনুসন্ধ্যানে জানা গেছে, গতকাল বেলা ৩ টার সময় কুষ্টিয়া পৌর এলাকার কমলাপুর ১নং ওয়ার্ডে পুলিশ লাইনের পেছন গেট সংলগ্ন স্থান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। ঘটনার বিবরনে জানাগেছে বেলা ৩ টার সময় ওই স্থান দিয়ে আব্দুল আলীম নামে এক পথচারী বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় লাশ টি দেখতে পাই এবং তিনি আশপাশের সকল কে বিষয়টি অবহিত করেন সে সময় উৎসুক জনতার মধ্য থেকে লাশ টি চিনতে পায় ,তারা বলেন মারা যাওয়া ওই ব্যক্তির নাম আলা। তিনি শহরের উদিবাড়ী এলাকার বাসিন্দা বলে জানান তারা ৷
স্থানীয় এক শিক্ষার্থী সায়েম হোসেন জানান, বেলা আনুমানিক সাড়ে ৩.৩০ টার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখে । বিষয়টি মডেল থানা পুলিশকে অবহিত করেন পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে অালা নামের মৃতব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

Print Date & Time : 24 August 2025 Sunday 9:14 am