Print Date & Time : 22 August 2025 Friday 9:48 am

কুষ্টিয়ায় এক র্ব্যাক্তির লাশ ও কাপন ২৭ বছর পরও কবরে অক্ষত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে দাফনের ২৭ বছর পর মঞ্জুর মল্লিক নামে এক ধামিক ব্যাক্তির অক্ষত লাশ সনাক্ত হয়েছে। শুক্রবার সকালে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 
স্বজনরা জানান, প্রায় ২৭ বছর আগে আবুল হোসেনের পিতা মঞ্জুর মল্লিক ৭০ বছর বয়সে মারা গেলে তাঁকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বেলা ১২ টার দিকে মৃত ওই ব্যক্তির ছেলে আবুল হোসেন ওই কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করলে এক সময় তাঁর পিতা মঞ্জুর মল্লিকের অক্ষত লাশ বের হয়ে আসে। অক্ষত ওই লাশের শরীরে কোনো পরিবর্তন হয়নি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি।


এলাকাবাসী জানায়, অসুস্থতার কারণে ৭০ বছর বয়সে মঞ্জুর মল্লিক মৃত্যুবরণ করেন। তিনি খুবই ধার্মিক ছিলেন। তিনি আওলাদে রাসুল সা: হযরত আবেদ সাহার খেদমত করতেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজও পড়তেন। ইসলামিক বিধিবিধান ভালোভাবে মেনে চলতেন।


২৭ বছর আগের লাশ অক্ষত থাকা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্তের উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মৃত ব্যক্তির ছেলে নতুন ঘর নির্মাণের জন্য মাটি কাটলে তার বাবার দাফন করা প্রায় ২৭ বছর আগের লাশটি কাফনসহ সনাক্ত হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অন্য স্থানে পুনরায় লাশটি দাফন করা হয়েছে।