নিজস্ব প্রতিবেদক : কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালন করেছেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি। রবিবার ২০ মার্চ বিকেল ৪ টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক পার্টির সহ সভাপতি ও কুষ্টিয়া জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলী, জাতীয় মহিলা পার্টির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মর্জিনা খাতুন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসেন সেনা, সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার, রেজাউল করিম রেজা, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম মন্ডল, জেলা মহিলা পার্টির সদস্য রিজিয়া খাতুন, আব্দুল মান্নান, ময়না বেগম, জেলা জাতীয় পার্টির সদস্য জাহিদুর রহমান পান্না, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব সাবের মাসুম জেলা জাতীয় শ্রমিক পার্টির নেতা মতিউর রহমান, শ্রমিক নেতা মতিউর রহমান তামিম, মাহবুব,নাজমুল হোসাইন,খান সাহেব,বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাতীয় ওলামা পার্টি কুষ্টিয়া জেলার আহবায়ক মোঃ লিয়াকত আলী।
দৈনিক দেশতথ্য//এল//