Print Date & Time : 6 July 2025 Sunday 5:51 am

কুষ্টিয়ায় এস এস সি পরীক্ষায় উর্ত্তীনদের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মুক্তির বার্ষিক কর্ম পরিকল্পনা সভা ও এস এস সি পরীক্ষায় উর্ত্তীনদের সংবর্ধনা অনুষ্ঠান চিলিস ফুড পার্ক এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তির নির্বাহী কমিটির সদস্য এ্যাড: আব্দুর রশীদ রানা ও প্যানেল আইনজীবী এ্যাড: শামীমা আক্তার বন্যা। সভাটি সঞ্চলনা করেন মুক্তির প্রোগ্রাম সমন্বয়কারী জায়েদুল হক মতিন। সংস্থার বিভিন্ন প্রকল্পের কার্য বিবরনী এবং নতুন বছরের কর্ম পরিকল্পনা গুলো নিয়ে আলোচনা করেন প্রকল্পের সমন্বয়কারীগন। সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ২০২১ সালের এস এস সি পরীক্ষায় কৃতিত্বর সাথে উর্ত্তীন হওয়া সংস্থা কতৃক আটজন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আটজন ছাত্রছাত্রীরা হলেন জায়েদা হক ঋতি, ফারহানা ফায়জা, এস এম আঞ্জুমান হাবীব(আপন), সুমাইয়া সুলতানা তুসি, মো: রাকিব মুন্সী, রাগীব ইয়াসির রওনক, আফিফা ইবনাত ও সুমনা শারমিন।