Print Date & Time : 12 May 2025 Monday 12:05 pm

কুষ্টিয়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

রবিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের এক মাদক বিরোধী অভিযানে খুন ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাদক ব্যাবসায়ী ওসমান গণিসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নির্দেশে ভেড়ামারা থানা পুলিশ পাটুয়াকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে এবং পাটুয়াকান্দি গ্রামের আসামি ১/ মৃত আঃ জব্বারের পুত্র ওসমান গণি, ২/ আলম চাঁদের পুত্র আসাদুল ইসলাম এবং ৩/ রিকাত আলীর পুত্র তরজেল আলীকে আটক করে।

এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অবস্থানে রয়েছে। মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। নিয়মিতভাবে ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

জা// দেশতথ্য// ১৭ অক্টোবর ২০২২//