নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ৩ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পরিসংখ্যান অনুযায়ী এটি গত কয়েক মাসের মধ্যে হাসপাতালে সর্ব নি¤œ মৃত্যুর ঘটনা।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ১৯১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৫৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৩৩ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯১ ভাগ।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫০ জন। নতুন করে শনাক্ত হওয়া ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৮৭ জন, কুমারখালী উপজেলায় ৭০ জন, দৌলতপুর উপজেলায় ৪৪, ভেড়ামারা উপজেলায় ১৯ জন, মিরপুর উপজেলায় ৫০ জন এবং খোকসা উপজেলায় ২২ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৭ হাজার ৮৪১ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২২৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৮৩৮জন।

Print Date & Time : 27 July 2025 Sunday 8:51 am