নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এটি গত কয়েক মাসের মধ্যে কুষ্টিয়া হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সর্বনি¤œ মৃত্যুর ঘটনা। এর আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ১৯ জন। বুধবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ একটু কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ১৯৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪১ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৪ জন। এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও সংখ্যা কমলেও কুষ্টিয়া শনাক্তের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। করোনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৬৩ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯দশমিক ০২ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৩ হাজার ৯০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৩৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৩৯ জন। নতুন করে শনাক্ত হওয়া ২২৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ১৫৭ জন, কুমারখালী উপজেলায় ০৩. দৌলতপুর উপজেলায় ৩০ জন, ভেড়ামারা উপজেলায় ১০, মিরপুর উপজেলায় ১৯ জন ও খোকসা উপজেলায় ০৮ জন। এখন পর্যন্ত জেলায় ৮৪ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৯ হাজার ৮৩৪ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫৪২ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২০৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৩৩৪ জন। এদিকে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত কুষ্টিয়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় আজ বুধবার থেকে কুষ্টিয়ায় কাঁচা বাজার সপ্তাহে তিন দিনের পরিবর্তে প্রতিদিন সকাল ৭ টা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে এখন থেকে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে রোগী ব্যতীত সবার পাশ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রতিটি গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠনসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ।
প্রিন্ট করুন
Discussion about this post