Print Date & Time : 22 April 2025 Tuesday 9:18 am

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে ২২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮০ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন।’

মো. মেজবাউল আলম আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৩০। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৫ জন, কুমারখালীতে ৪৩ জন, দৌলতপুরে ৪৩ জন, ভেড়ামারায় ১৮ জন, মিরপুরে ২৯ জন ও খোকসায় পাঁচজন।’

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫ হাজার ১২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭৬ জন।