Print Date & Time : 30 July 2025 Wednesday 9:58 am

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ১২ জন। শনিবার বেলা সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার বেলা সাড়ে ১০ টা পর্যন্ত পর্যন্ত ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪২ জন।
হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে কুষ্টিয়া জেলায় শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৯ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ২৪ ভাগ।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ৭৫ জনের মধ্যে কেবাল মাত্র কুষ্টিয়া সদর উপজেলায় ৭৫ জন শনাক্ত হয়েছেন। বাকি ৫ টি উপজেলায় কেউ শনাক্ত হননি। এখন পর্যন্ত জেলায় ৯০ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৪ হাজার ৬৫৪ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১০৭ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৬৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৮৪০ জন।