নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ৯ জন। বুধবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পরিসংখ্যান অনুযায়ী এটি গত কয়েক মাসের মধ্যে হাসপাতালে সর্ব নি¤œ মৃত্যুর ঘটনা।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ১৯১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৫৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৩২ জন।
হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে কুষ্টিয়া জেলায় শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২০ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ ভাগ।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ২৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬২৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ১৮০ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১১ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৩০, ভেড়ামারা উপজেলায় ২৩ জন, মিরপুর উপজেলায় ১৩ জন এবং খোকসা উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৯২ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৬ হাজার ৭৫৬ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২২৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৭৯৪ জন।

Print Date & Time : 29 July 2025 Tuesday 11:46 pm