Print Date & Time : 29 July 2025 Tuesday 11:47 pm

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ৯ জন। রোববার বেলা ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও অব্যাহত রয়েছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোববার বেলা ১০ টা পর্যন্ত ১৯২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৭ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৪ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৯৮ ভাগ।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৭৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৩৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন। নতুন করে শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ০৮ জন, ভেড়ামারা উপজেলায় এক জন, মিরপুর উপজেলায় ১২ জন এবং খোকসা উপজেলায় ০৩ জন। এখন পর্যন্ত জেলায় ৯৪ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ৭৩২ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৭৪ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২শ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৪৭৪ জন।