নিজস্ব প্রতিবেদক : বৈশি^ক করোনা সংক্রমনে বিপর্যস্ত কুষ্টিয়ার কর্মহীন দুস্থ্য অসহায় মানুষের সাহায্যে অর্থিক অনুদান প্রদান করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইদুল ইসলামের হাতে ১০লক্ষ টাকার চেক তুলে দেন যমুনা ব্যাংক লি: খুলনা জোনের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো: সাব্বির আহম্মেদ খান। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল মোছা: শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ, এনডিসি মোহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া যমুনা ব্যাংক অনুদান দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো: বদরুল ্ ইসলাম, কর্মকর্তা হাফিজুর রহমান ও সাজ্জাদুল ইসলাম, প্রমুখ।

Print Date & Time : 2 August 2025 Saturday 7:29 pm