Print Date & Time : 11 May 2025 Sunday 1:06 am

কুষ্টিয়ায় কাউন্সিলরসহ ৩ জন কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের উপর হামলাকারী কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশাসহ ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (৫জুন) দুপুরের দিকে কুষ্টিয়ার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির হয়ে আসামিরা জামিনের প্রার্থনা জানালে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন না মঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকার আফজাল হোসেনের ছেলে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর সোহেল রানা আশা (৪৫), একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে ফারুক (৪৫) ও পলান মন্ডলের ছেলে আনছের আলী (৩৫)।
এর আগে উক্ত মামলায় কাউন্সিলর সোহেল রানা আশাসহ এই মামলার চার আসামি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন লাভ করেছিলেন। পরে জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর একজন আসামি আগে থেকেই জামিনে রয়েছেন বলে জানা গেছে।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারী কৌসুলী (পিপি) অনুপ কুমার নন্দী জামিন না মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলীর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে কাউন্সিলর আশা ঠিকাদারী কাজের মালামাল রেখে বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে আসছিলেন। এ ছাড়াও বিদ্যালয় চলাকালীন সময় মেশিনের মাধ্যমে বিকট শব্দে ইট ভাঙ্গা,ও বিদ্যালয়ের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। চলতি বছরের গত ৩১ মার্চ সকাল ১০ টার সময় লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ জানালে কাউন্সিলর আশাসহ আসামিরা প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে আহত করে। পরদিন ১ এপ্রিল প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর আশাসহ ৪ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০১।এ বিষয়ে মামলার বাদী প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার উপর হামলাকারী আসামিদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি ।