নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় রথযাত্রা উৎসবে চাঁদার টাকা না দেয়ায় দোকান ভাংচুরের বিরুদ্ধে ৮নং ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ ওরফে বিচ্ছুর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দোকানাদার।
অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ সাচ্চু ইসলাম (৩০), পিতা আমিরুল ইসলাম, জুগিয়া কদমতলা। তিনি পেশায় একজন ভ্রাম্মমান ব্যবসায়ি। গত ৩০/০৬/২০২২ইং বৃহস্পতিবার কুষ্টিয়া রথযাত্রা মেলায় বাচ্চাদের খেলনার দোকানদেন তিনি। কিছু লাভের আশায় বাটার ফ্লাই মোড় নামক স্থানে দোকান সাঁজিয়ে বসেন তিনি। সেই সময় অজ্ঞাতনামা ৫/৬ জন লোক এসে এখানে যায়গা নিতে হবে বলে ৩০০ (তিনশত) টাকা চাঁদা দিতে হবে। মোঃ সাচ্চু ইসলাম তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা বলেন আমরা ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিচ্ছুর লোক। তিনি কোন কিছু না বলে তাদের টাকা দিয়ে দেন। তারা টাকা নিয়ে পাশের দোকানে চলে যায়। পরের দিন ০১/০৭/২০২২ইং শুক্রবার সকাল ৮টার সময় কৌশিক ভায়ের লোক পূনরায় চাঁদা নিতে আসেন। দোকানদার সাচ্চু ইসলাম তাদের টাকা দিতে না চাইলে তারা অকথ্য ভাষায় গালি দিতে থাকে। গালি দেয়ার একপর্যায়ে দোকানদার সাচ্চুর দোকান ভাংচুর চালায় এবং সেখান থেকে উচ্ছেদ করেন তারা। নিরুপায় হয়ে কুষ্টিয়া মডেল থানায় ভুক্তভোগী দোকানদার একটি অভিযোগ দায়ের করেন।
আনিস নামে একজন খেলনা বিক্রেতা বলেন, কাল মেলা শুরু হবে অথচ আজকেই আমার কাছে ইজারার কথা বলে ২৫০ টাকা নিয়েছে। সেই সাথে আমার আশেপাশের দোকানদারদের কাছ থেকেও টাকা নিয়েছে।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, রথ উৎসব মেলার জন্য কোন প্রকার ইজারা দেয়া হয়নি, যদি কেউ এমন টাকা তুলে থাকে তবে সেটা বেআইনী। এখানে এমন কোন কিছু করার কোন সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিল শেখ কৌশিক আহমেদের সাথে ০১৭১১-৪৪৫৩০৩ নং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে প্রতিবেদককে তিনি সাড়া দেননি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post