Print Date & Time : 10 May 2025 Saturday 9:41 am

কুষ্টিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

১৫ এপ্রিল শনিবার বিকাল ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ১৫ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিকাল ০৪:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-১০, তারিখ ০৫ এপ্রিল ২০১৩, জিআর-১৪১/১৩, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ১(ক) এর ০৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান @ ঝন্টু (৪৫), পিতা-মৃত ইন্তাজ উদ্দিন শেখ, সাং-দক্ষিন মুল গ্রাম, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ এপ্রিল ২০২৩