কুষ্টিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকাল ৪ টায় পাঁচ রাস্তা মোড়স্থ কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের হলরুমে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর পরিচালক এস এম কাদেরী শাকিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কালেরকন্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক জাহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, কালবেলা’র ভেড়ামারা উপজেলা প্রতিনিধি বুলবুল আহাম্মেদ, এনটিভির প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, আরটিভির নিজস্ব প্রতিনিধি শেখ হাসান বেলাল, বাংলাটিভির প্রতিনিধি লিটন-উজ-জামান, প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি রবিউল আলম ইভান। এছাড়াও অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা কালবেলার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ অক্টোবর ২০২৩