Print Date & Time : 9 September 2025 Tuesday 12:14 am

কুষ্টিয়ায় কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে ৭, ৮, ৯ নং ওয়ার্ডে কৃষক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকেলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম লাইজু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আবু, সমবায? বিষয়ক সম্পাদক শাজাহান মল্লিক, আইলচারা ইউনিয?ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী জোয়ার্দ্দার, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক নজরুল ইসলাম প্রধান, পৌর কৃষকলীগের আহবায়ক রাজু আহমেদ সহ কুষ্টিয়া সদর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইলচারা ইউনিয?ন কৃষকলীগের আহবায়ক মোতালেব হোসেন। পরিচালনায় ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ মুস্তাফিজুর রহমান রনি ।