কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জালাল ফরাজী (৪৬) নামে এক নিহত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে গুরুতর আহত জালাল ঢকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার কুন্টিয়ারচর গ্রামে এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানবন্ধন করেছে পরিবারের স্বজন ও এলাকাবাসী।
গত ২৩ শে এপ্রিল সকালে কুন্টিয়ারচর গ্রামে নিহত জালাল ফরাজী ও তার ভাই সাইফুল ইসলাম তাদের পাটক্ষেতে কাজ করছিল। এসময় একই এলাকার আবেদ মিস্ত্রি ট্রলি নিয়ে সাইফুল এর পাটের জমির মধ্য দিয়ে যেতে চাই। জালাল ফরাজী ও সাইফুল নিষেধ করলে বাকবিতন্ডার একপর্যায়ে আবেদ মিস্ত্রি তার সহযোগীদেরসহ লাঠিসোটা নিয়ে জালাল ফরাজীর মাথায় আঘাত করে, এতে জালাল ফারাজি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। পরিবারের লোকজন ঢাকা মেডিকেলে জালাল ফারাজীকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার ২৭ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।
হত্যাকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক ওসি রাকিবুল ইসলাম জানান, ‘স্থানীয় প্রভাব বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রæতার জেরে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় ১০ জনের নামোল্লেকসহ আরও ৪/৫জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমামলার এজাহার নামীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জড়িত অন্যদের সনাক্ত করার জন্য।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ এপ্রিল ২০২৩