Print Date & Time : 28 July 2025 Monday 1:06 am

কুষ্টিয়ায় খেলাফত মজলিসের প্রাশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

খেলাফত মজলিস কুষ্টিয়া জোন এর উদ্যোগে গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত স্থানীয় চিলিস্ চাইনিজ রেষ্টুরেন্টে এক তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জোন পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ আব্দুল মজিদ। পবিত্র দরসে কোরআন পেশ করেন মাওঃ মোঃ আজিম উদ্দিন।

পবিত্রতার বিষয়ে আলোচনা করেন মাওঃ হাবিব উল্লাহ্ ফারুকী। সভায় ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, ৭দফা কর্মসূচী ও কর্মীদের পারষ্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ১৪ অক্টোবর ২০২৩ ঢাকার মহা-সমাবেশে যোগদানের আহবান জানানো হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর শুকুর। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক আজিরুল ইসলাম।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ সেপ্টেম্বর ২০২৩