স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সদর উপজেলায় গবাদি পশু পালন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার মোড়েড়র হোটেল নূরের কনফারেন্স রুপে এ প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মসূচীতে একমি লিঃ এর আর এস এম বাবুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রনি সম্পদ অফিসার ডা: মো: সিদ্দীকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: মো: মাহবুবুল আলম, জেলা ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডা: কিশোর কুমার কুন্ডু ও এসিডিআই-ভিওসিএ’র সিনিয়র ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ মনজুরুল হক।
একমি ও ইউএসআইডি এর সহযোগিতায় ফিডদিফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড অ্যাক্টিভিটি, নিউটিশন এসিডিআই/ভোকা-এর উদ্যোগে প্রাণি ও মানব স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে ওয়াান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৬০ জন স্থানীয় গবাদি পশুর সেবা প্রদানকারীদের (এলএসপি) উপস্থিতিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য //এল//