Print Date & Time : 5 July 2025 Saturday 1:33 pm

কুষ্টিয়ায় গাঁজা সহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৮ অক্টোবর ২০২১ ইং তারিখ সময় বিকাল ০৪:৫০ ঘটিকায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মওলা হাবাসপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা- ০১ (এক) কেজি ৬৭০ (ছয়শত সত্তর) গ্রাম, যাহার আনুমানিক মূল্য ৩৩,৪০০/-(তেত্রিশ হাজার চারশত) টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ আনোয়ার মন্ডল (২৮), পিতা-সাজেদুল মন্ডল ২। মোঃ সাজেদুল মন্ডল (৫৩), পিতা- মৃত হারুন আল মন্ডল, উভয় সাং- মাওলা হাবাসপুর, উভয় থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।