Print Date & Time : 23 August 2025 Saturday 1:41 am

কুষ্টিয়ায় গাঁজা সহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৯ নভেম্বর ২০২১ ইং তারিখ বিকাল ০৪:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন অঞ্জনগাছী গ্রামে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা-৮(আট) কেজি ৩০০ (তিনশত) গ্রাম, যাহার আনুমানিক মূল্য- ১,৬৬০০০/- (এক লক্ষ ছিষট্টি হাজার) টাকা সহ ০১ জন আসামী মোঃ শওকত আলী (৩৮), পিতা- মৃত আরমান আলী মন্ডল, সাং-অঞ্জনগাছী, থানা- মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।