কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় খেঁজুর গাছের নিচে চাপা পরে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে শিশু (৩) কনক নিহত হয়। এ সময় শিশুটির মা কল্পনা পাড়ই সাথে ছিলেন। নিহত শিশু এ গ্রামের ইন্দ্রোজিত পাড়ই এর দ্বিতীয় পুত্র সন্তান। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা কল্পনা শিশু কনককে সাথে নিয়ে প্রতিবেশি মনিরুল ইসলামের বাড়িতে বেড়াতে এলে ওই বাড়িতে শ্রমিকরা একটি খেঁজুরের গাছ কাটছিল। এ সময় হঠাৎ করে কাটা খেজুর গাছটি প্রায় ১০ ফুট দূরে বসা শিশু কনকের উপর আছড়ে পড়লে ঘটনা স্থলেই শিশুটির মৃত্যু হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, শিশুটি গাছ চাপা পড়ে মারা গেছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। তবে শিশুর পরিবার আবেদন করলে ময়না তদন্ত বাদেই শিশুর সৎকার করা যেতে পারে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post