Print Date & Time : 21 April 2025 Monday 8:21 pm

কুষ্টিয়ায় গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্যজাল

কুষ্টিয়ার আটো থেকে হুট করে পড়ে গিয়ে ট্রাক চাপায় ইরান (৩২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল ) সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরান মিরপুর উপজেলার পোড়াদহ দক্ষিণ কাটদহ গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ইমরান গার্মেন্টসের মালিক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে ব্যবসায়ী ইমরান কুষ্টিয়া শহর থেকে অটোরিক্সা যোগে পোড়াদহ যাওয়ার পথে হঠাৎ অটো থেকে রাস্তার উপর পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ের থানার ওসি দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ট্রাক ও ট্রাকের চালককে আটক করা যায়নি। সিসি ক্যামেরা দেখে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ এপ্রিল ২০২৩