Print Date & Time : 19 July 2025 Saturday 11:07 pm

কুষ্টিয়ায় গৃহকর্মীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় রুবিয়া (১৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন তারেকের বাসাবাড়ির দরজা ভেঙে ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান,প্রায় মাস দুই আগে রাজবাড়ী জেলার পাংশা এলাকার মো. নবী’র মেয়ে রুবিয়া তারেকের বাসায় কাজ করতে আসে। রোববার সন্ধ্যার দিকে জানালা দিয়ে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ইবির প্রধান প্রকৌশলী তারেকের সঙ্গে কথা হলে তিনি বলেন,বিষয়টি আমার জানা ছিল না। ফোনে ঘটনাটি জানতে পেরেছি। তবে ঘটনার সময় তিনি তার কর্মস্থলে ছিলেন বলেও দাবি করেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, শহরের আব্দুল জব্বার সড়কের একটি বাসা থেকে যুবতীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওযা হবে।

দৈনিক দেশতথ্য//এল//