Print Date & Time : 23 April 2025 Wednesday 4:12 pm

কুষ্টিয়ায় গৃহবধু হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে দৌলতপুরে গৃহবধু হত্যা মামলার ০১ জন এজাহারনামীয় আসামি গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১০ জুন ২০২২ তারিখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামে সোনা বানু (৪৫) নামের এক গৃহবধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে দৌলতপুর থানায় ৩ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫, তারিখঃ ১১ জুন ২০২২, ধারাঃ ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০। উক্ত হত্যা মামলার ৩ নং এজাহারনামীয় আসামি মোঃ নজু (৫০), পিতা-মৃত আয়েজ উদ্দিন মন্ডল, সাং-ডাংমড়কা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৯ এপ্রিল ২০২৩ তারিখ রাত ১২ঃ৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ডাংমড়কা গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে মোঃ নজু (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডি, কুষ্টিয়ার নিকট হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ এপ্রিল ২০২৩