কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীর(২৩)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ১২টায় তানভীরের মরদেহ গড়াই নদীতে নিঁখোজ স্থলের নিকটেই ভেসে উঠলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এই মরদেহটি উদ্ধার করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ জানে আলম জানান, সোমবার দুপুরে গোসলে নেমে নিখোজের পর থেকে শুরু করে বুধবারও সকাল থেকে উদ্ধার অভিযান চলছিল এরই এক পর্যায়ে বেলা ১২টার কিছুক্ষন পর নিখোঁজ তানভিরের মরদেহ কুষ্টিয়া – রাজবাড়ী রেললাইনের সেতুর পাশে ভেসে উঠলে আমরা তার মরদেহটি উদ্ধা করি।
গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন রেলব্রীজের নীচে পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নামলে নদীর পানিতে ৩জন তলিয়ে যান। কোনমতে ২জন নিরাপদে তীরে ভীড়লেও নিখোঁজ হন তানভীর।
এরপর থেকে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং খুলনা ডুবুরী দলের ৫ সদস্যের একটি টিম তানভিরকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় ফার্সেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশ্যে যান। সেখান থেকে দুপুরে আসেন কুষ্টিয়া সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফকির লালন সাঁইয়ের মাজার ঘুরে রওনা হন শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশ্যে।
পথিমধ্যে কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নামেন তারা। পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নামলে নদীর গভীর পানিতে ৩জন তলিয়ে যান। কোনমতে ২জন সাঁতরে নিরাপদে তীরে ভীড়লেও নিখোঁজ হয়েছিলেন তানভীর।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ জুন ২০২৩