Print Date & Time : 22 April 2025 Tuesday 7:41 pm

কুষ্টিয়ায় চক্রের সদস্য আটক ৫

কুষ্টিয়ায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার ১৪ এপ্রিল পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আবু রাসেলের সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ কু্ষ্টিয়া মডেল থানা মোঃ শাহাদৎ হোসেনের সহযোগিতায় এসআই(নিঃ)/সুফল সরকার, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় চোর চক্রের ০৪ জন সদস্যকে গ্রেফতার করে।

চোরচক্রের সদস্যরা হলেন, ১। মোঃ জীবন শেখ (২৮), পিতা-মোঃ মধু শেখ, সাং-চৌড়হাস কলোনী, ২। মোঃ মাসুদ (৩৮), পিতা-মৃত শেখ মনছুর আলী, সাং-কোর্টপাড়া (কেনি রোড), ৩। মোঃ সাগর (২৭), পিতা-মৃত মোহন মুস্তাফিজুর রহমান, সাং-থানাপাড়া (কোর্ট স্টেশন সংলগ্ন), ৪। মোঃ সাইফুল ইসলাম লাল (৪৪), পিতা-মোঃ মজু শেখ, সাং-হাউজিং এ-ব্লক-৮৪, সর্ব থানা ও জেলা-কুষ্টিয়া। আসামীদের হেফাজত হইতে ১। ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় প্লাস্টিকের কভার দ্বারা মোড়ানো ০৫টি তামার সার্ভিস তার, যাহার প্রত্যেকটির দৈর্ঘ্য অনুমান-১৫ গজ করে সর্বমোট অনুমান-৭৫ গজ, যাহার মূল্য অনুমান-১২,৬০০/-টাকা, ২। ০১টি লাল ও হলুদ রংয়ের লোহার তৈরি পুরাতন গ্যাস সিলিন্ডার, যাহার মূল্য অনুমান-২,০০০/-টাকা, ৩। ০১টি প্লাস্টিকের বাজার করা ব্যাগে আগুনে পোড়ানো পুরাতন তার, যাহার ওজন-৮০০ গ্রাম, মূল্য অনুমান-১,৬০০/-টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানার মামলা নং-৩৭, তারিখ- ১৪/০৪/২০২৩, ধারা-413, The Penal Code, 1860 রুজু করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ এপ্রিল ২০২৩