কুষ্টিয়ায় চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার করা হয়েছে।
১৫ জুন দুপুর ৪ টায় ‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আমলাপাড়া এলাকায় বড় বাজার রক্সি গলিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৫ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ০৩:৪০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আমলাপাড়া এলাকায় বড় বাজার রক্সি গলিতে’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে চোরাই বৈদ্যুতিক তার ৪৬২২ কেজি যাহার মূল্য আনুমানিক ৯,২৪,৪০০/-(নয় লক্ষ চব্বিশ হাজার চারশত) টাকা সহ ০৩ জন আসামি ১। মোঃ ওবাইদুল হক (৪১), পিতা-হাজী জালাল উদ্দিন, সাং-আমলাপাড়া (বড় বাজার), ২। মোঃ মাসুম (৩২), পিতা-মোঃ মনোয়ার হোসেন, সাং-হাটশহরিপুর এবং ৩। মোঃ তোফাজ্জেল হোসেন (৫৫), পিতা-মৃত মাহামুদ আলী, সাং-পূর্ব মজমপুর, সর্ব থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবত চোরাই বৈদ্যুতিক তার কেনা-বেচার সাথে জড়িত ছিল বলে গোপন সূত্রে জানা যায়৷
পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অভ্যাসগতভাবে চোরাইমাল বেচাকেনা করা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুন ২০২৩