Print Date & Time : 21 April 2025 Monday 6:54 pm

কুষ্টিয়ায় চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৩ আগস্ট ২০২১ ইং তারিখ সময় ১৯.৩০ ঘটিকার কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় আইলচারা সাকিনস্থ জনৈক হাজী আজগর(৫২), পিতা- মোঃ মোছাদ্দেক হোসেন এর বাড়ীর সামনের গলির রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চোরাই মোটর সাইকেল, পাঁচলাইশ মডেল থানা সি.এম.পি চট্টগ্রাম মামলা নং ০৪, তারিখ-০২/০৮/২০১৫ ইং ধারা-৩৭৯ পেনাল কোড মামলার চুরি যাওয়া একটি কালো রংয়ের ১৩৫ সিসি ডিসকভার মোটর সাইকেল সহ আসামী মোঃ মোকলেছুর রহমান(৩৫), পিতা- খলিলুর রহমান, সাং- নিশ্চিন্তপুর, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।