জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২২ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, নাসিব কুষ্টিয়ার সিনিয়র সহ-সভাপতি শামসুল ওয়াসে, বিআরবি গ্রুপের জেনারেল ম্যানেজার (এডমিন) ড. এম শামসুজ্জামানসহ বিভিন্ন উৎপাদনমূখী প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানোই দিবসটি উদযাপনের লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
দৈনিক দেশতথ্য //জা//অক্টোবর ০২, ২০২২//

Discussion about this post