নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আকুল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুলাইমান জোয়াদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post