নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পহেলা জানুয়ারি বিকাল ৪ টায় শহরের বড় স্টেশন এলাকা বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে এন এস রোড় প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে শেষ হয়।এর পর জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মির্জা লোকমান হোসেন বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক পার্টির সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহম্মেদ খান টিটু । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক মোছা: মর্জিনা খাতুন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আরিফুল ইসলাম নিলা,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সেনা,যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: রিনা নাসরিন, জেলার জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন, খোকসা উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি ডাঃ আইন উদ্দিন, জেলা সেচ্ছাসেবক পাটির্র সদস্য সচিব মো : মাসুম সাবের, জেলা কৃষক পার্টির সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব শিউলী বেগম। এসময় বক্তরা বলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি আয়োজিত দলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত জেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসসালামু আলাইকুম। জাতীয় পার্টির গৌরবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ায় ও নানান আয়োজনে উদযাপিত হচ্ছে র্যালী ও আলোচনা সভা। র্যালী ও আলোচনা সভা সফল করায় দলের সকল নেতা কর্মী ভাই ও বোনেদের জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায়। র্যালী আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির শ্রম সম্পাদক আতিয়ার রহমান তপন, শ্রমিক নেতা আরজু,রিপন,পান্না,মাহাবুব উল আলম,মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,সোহীব হোসেন, এসকে রবিউল,ফজলুল হক ইসা প্রমূখ।

Discussion about this post