Print Date & Time : 21 July 2025 Monday 6:41 pm

কুষ্টিয়ায় জামায়াতের মিছিল থেকে আটক ৫

কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রবিবার (৩০ জুলাই) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লা রেলগেট থেকে মিছিলটি বের হয়ে লাহিনী বটতলায় শেষ হয়।

এদিকে নাশকতার অভিযোগে মিছিল শেষে ফেরার পথে জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, নাশকতা ঠেকাতে মিছিল শেষে ফেরার পথে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়েছে।

মিছিলে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক আবুল হাশেম, নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুলাই ২০২৩