কুষ্টিয়ায় বিড়ির জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরীর অভিযোগে রিপন আলী (৫৪), আলাউদ্দিন (৫৫), ওসমান আলী বাবলু (৫৬) এবং নয়ন আলী (২৮) নামে চারজন সিন্ডিকেট সদস্যকে আটক করে সিআইডি।
সোমবার ১০ টার দিকে কুষ্টিয়া ও ভেড়ামারায় নামক দুটি স্থানে কুষ্টিয়া সিআইডির নেতৃত্বে এবং ভ্যাটের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসারের সহযোগিতায় ৪৫ লক্ষ টাকার মূল্যের ব্যান্ডরোল জাল স্ট্যাম্পসহ তাদেরকে আটক করা হয়।
৪ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ সাংবাদিকদেরকে প্রেসবিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেসবিফিংয়ে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি করার সংবাদ পেলে দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা গ্রামের মাষ্টারপাড়া এলাকায় রিপন ও নয়নকে বিড়ির জাল রেভিনিউ স্ট্যাম্পসহ হাতে নাতে আটক করে।
তাদের জিজ্ঞাসাবাদের পর ভেড়ামারা উপজেলার বাহাদুপুর গ্রামে আরেকটি অভিযান পরিচালনা সময়ে আলাউদ্দিন ও ওসমান আলী বাবলুকে আটক করা হয় বলে তিনি জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৪ এপ্রিল ২০২৩