নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ০১ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ০৪.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গোসাইপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সাগর মন্ডল (৩২), পিতা- মোঃ আব্দুল হান্নান মন্ডল এর বসতবাড়ীতে’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জাল ব্যান্ডরোল যুক্ত ৭,২৫০ (সাত হাজার দুইশত পঞ্চাশ) প্যাকেট সাগর বিড়ি, ১,২০০ (এক হাজার দুইশত) প্যাকেট জাল ব্যান্ডরোল যুক্ত শাহীন বিড়ি ও ৪,৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) টি জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী ১। মোঃ সাগর মন্ডল (৩২), পিতা-মোঃ আব্দুল হান্নান মন্ডল, ও ২। মোঃ আব্দুল হান্নান মন্ডল (৫৫), পিতা- মৃত আয়েজ উদ্দিন মন্ডল, উভয় সাং-গোসাইপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তৈরি করে সরকারী রাজস্ব ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Print Date & Time : 12 May 2025 Monday 8:37 pm