কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগরে দীর্ঘদিন ধরে জিকে খাল বালি ফেলে ভরাট করে নির্মাণ কাজ করছে স্থানীয় প্রভাবশালীরা।
খালটির খাজানগর অংশের কয়েক জায়গায় এভাবেই বালি ফেলে ভরাট করে রাখায় এই খালের আওতায় খাজানগর, কবুরহাট, শিমুলিয়া স্বর্গপুরের মাঝের মাঠে কয়েক’শ একর জমিতে রোপন করা ধানের জমি এখন শুখিয়ে চৌচির।
নিরুপায় কৃষকদের এখন ধান বাঁচানোর জন্য গভীর নলকূপ (স্যালো মেশিন) একমাত্র ভরসা। তবে জমিতে সেচের জন্য জিকে মেইন খালে পর্যাপ্ত পানি সরবরাহ থাকলেও উল্লেখিত খালের আওতায় থাকা কৃষকেরা পানি না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী কৃষকেরা
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩

Discussion about this post