Print Date & Time : 29 July 2025 Tuesday 11:38 am

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেট দুইজন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

১৩ আগষ্ট দুপুর ১টায় কুষ্টিয়ার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে ।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৩ আগষ্ট ২০২৩ ইং তারিখ দুপুর ০১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা সহ ০২ জন আসামি ১) মোঃ রাজন আলী (২৫), পিতা-বদর উদ্দিন, সাং-ফকিরপাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা এবং ২) মোঃ হামিদুল মিয়া (৩২), পিতা-মৃত কাশেম মীর, সাং-চিথলিয়া(খন্দকারপাড়া), থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ আগস্ট ২০২৩