কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
উপজেলার মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান কালিতলা কৈগাড়ী মাঠের ব্রিজের কাছে ডাকাত আটকের ঘটনাটি ঘটেছে।
আটককৃতরা হলোঃ-মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মৃতঃ রেজাউল এর ছেলে মানিক(২২),আব্দুল বারেক এর ছেলে মহিদুল ইসলাম(২৫), মৃতঃ নুর ইসলাম এর ছেলে টুটুল(২৩), মশান গ্রামের মৃতঃ আবুল কাশেম এর ছেলে সুজন(৪২), পৌরসভার খন্দকবাড়ীয়া গ্রামের কহিনুর বিশ্বাস ওরফে কহেন’র এর ছেলে একরামুল(২৭), নুর ইসলাম এর ছেলে জাহিদুল ইসলাম(২২), সোনা মন্ডল এর ছেলে আলমগীর হোসেন(৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত ভোরে সড়কে টহলরত অবস্থায় গোপন সুত্রে পুলিশ জানতে পারে মিরপুর-পোড়াদহ সড়কের উল্লেখিত স্থানে ডাকাতির উদ্দেশ্যে কতিপয় সমাজ বিরোধীরা অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রবিউল আওয়াল,এস.আই শামীম সরদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের
পেয়ে তাদের ব্যবহৃত অস্ত্র ঘটনাস্থলে ফেলে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে তাদের আটক করে। এ সময় আরো ৩/৪ জন ডাকাত পালিয়ে যায়।
এসময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তাদের উক্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//