Print Date & Time : 26 August 2025 Tuesday 5:10 pm

কুষ্টিয়ায় ডাকাত সর্দার আটক

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী ডাকাত দলের সর্দার রুহুল আমিন (৪৯) নামে একজন অস্ত্রসহ আটক হয়েছ
শনিবার (২ জুলাই) আনুমানিক রাত আড়াইটার সময় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুহুল আমিন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় পূর্বে ৭ টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, কুষ্টিয়া ডিবি পুলিশের (গোয়েন্দা শাখার) অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে বিশেষ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা চাঁদগ্রাম এলাকায় অভিযানে আসামি রুহুল আমিনকে একটি কাটা রাইফেল সহ আটক করেন।
এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও মাদক,অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

দৈনিক দেশতথ্য//এল//