Print Date & Time : 9 May 2025 Friday 5:35 pm

কুষ্টিয়ায় তরমুজের মাঠ দিবস

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মিরপুরে গ্রীষ্মকালীন তরমুজ (ইয়োলো গোল্ড) চাষের উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জুন) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মিরপুর গ্রামে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় স্থাপিত প্রদর্শনী গ্রীষ্মকালীন তরমুজের উপরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


মাঠ দিবসে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান।

এসময় তিনি বলেন, “এই তরমুজ চাষ খুবই লাভজনক। খুবই অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায়। তরমুজ খুব দ্রুত রক্তের সাথে মিশে যায় এবং শরীরে উপকার করে। বর্তমান সরকার দুইটি জিনিষের উপরে কৃষিতে জোর দিচ্ছে। একটি হচ্ছে পুষ্টিকর এবং লাভজনক পণ্য উৎপাদন করা। আরেকটি কৃষিকে বানিজ্যিক করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, প্রকল্পের জুনিয়ার পরামর্শক ইমরুল পারভেজ, কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই তরমুজ চাষে সাফল্য নিয়ে বক্তব্য রাখেন উক্ত এলাকার তরমুজ চাষী মো. শামীম আহম্মেদ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুন ২০২৩