Print Date & Time : 28 July 2025 Monday 11:25 am

কুষ্টিয়ায় তুলি হত্যা পুলিশের গড়িমসিসহ নানা অভিযোগ তুলে পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় আইনজীবীর বাসায় নার্সিং শিক্ষার্থী রহস্যজনক মৃত্যুর ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড, পুলিশের গড়িমসি, ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আসামি ধরতে না পারা, মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি’তে) হস্তান্তরের দাবি সহ নানা অভিযোগ তুলে পরিবারের সংবাদ সম্মেলন।

শনিবার বিকাল ৪টায় কুষ্টিয়া শহরস্থ মোল্লাতাঘোরিয়ার মোল্লাপাড়া এলাকায় তুলির বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল তুলির পরিবার।

ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ডের অভিযোগ এনে নিহতে মা সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন বাদি হয়ে আইনজীবী মাহাবুবুর রহমান সুমন, এশা,মজিবর, দোলা,আনোয়ার সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং -৫৮

উল্লেখ্য বছর খানেক আগে আইনজীবী মাহমুদুল হাসান সুমন জান্নাতুল ফেরদৌস তুলি(২০)নামে কুষ্টিয়া নার্সিং ইন্সস্টিটিউটের ১ম বর্ষের এক ছাত্রীর সাথে গভীর ভাবে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। এই অবস্থায় ওই আইনজীবী সম্প্রতি অন্যত্র বিয়ে করার সংবাদ পেয়ে বৃহষ্পতিবার বিকেলে নিহত তুলি আইনজীবী সুমনের বাসায় গিয়ে অস্বাভাবিক মৃত্যুর শিকার হন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ আগষ্ট ২০২৩